Flash News
News add
Image

শারদোৎসব উপলক্ষ্যে প্রত্যাশা অর্গানাইজেশন এর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হল বামনগোলায়।

News add

প্রত্যয় সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বামনগোলার পাকুয়াহাট এর সুকান্ত মার্কেট সংলগ্ন নতুন বাস স্ট্যান্ডে রবিবার রাত্রেবেলা 40 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের  হুইল চেয়ার তুলে দেওয়া হয় প্রত্যাশা অর্গানাইজেশন এর পক্ষ থেকে। 

 

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামন গোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী পাকুয়াহাট আউটপোস্ট এস আই রাকেশ বিশ্বাস, এবং প্রত্যয় সোশ্যাল ওয়াইফের অর্গানাইজেশনের সদস‍্যবৃন্দ।

News add
লাইফ স্টাইল