Flash News
News add
Image

বালুরঘাটে সর্প দংশনে আহত এক নার্সারি পড়ুয়া, বিদ‍্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দাবিতে বিক্ষোভে অভিভাবকেরা

News add

 

 

বালুরঘাটে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। মূলত ক্লাসরুম এবং বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নের দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন  অভিভাবকেরা। 

অভিভাবকের অভিযোগ গত শুক্রবার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারি বিভাগের এক ছাত্রীকে কালাচ সাপ দংশন করে। অভিযোগ অনুযায়ী জানা যায়, ক্লাসরুমে যে ডেক্সগুলি রয়েছে সেই ডেক্স-এর ভেতরে কালাচ সাপ ছিল। সেখানে হাত দিতেই সাপ দংশন করে বলে অভিযোগ। বর্তমানে ঐ ছাত্রী বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। 
এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরা এদিন বিদ্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্নের দাবিতে বিক্ষোভে নামেন। 

স্কুল প্রিন্সিপাল এস পি সিনহা জানান, ছাত্রীকে সাপে কামড়েছে কিনা সঠিক সঠিক ভাবে জানিনা, তবে চিকিৎসকেরা সাপ কামড়ানোর কথা জানিয়েছেন। ঐ পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বাইট - ১,২,৩. অভিভাবক।
৪. এস পি সিনহা, প্রিন্সিপাল।

News add
লাইফ স্টাইল