দীর্ঘ দেড় বছর ধরে চেয়ারম্যান ছাড়াই চলছে দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদ। চেয়ারম্যান নিয়োগের দাবিতে এবার সরব হল প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ। চেয়ারম্যান না থাকায় শিক্ষক বদলি সহ অন্যান্য সমস্যা গুলি থেকেই যাচ্ছে। চেয়ারম্যান থাকলে এই সমস্যা গুলির সুরাহা সম্ভব বলে জানিয়েছেন এবিপিটিএর জেলা সম্পাদক শঙ্কর ঘোষ।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ১১৮৪ টি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় গুলিতে মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে ৪৫৯৯ জন। অভিযোগ, সিনিয়ারিটির ভিত্তিতে শিক্ষকদের বদলি করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা মানা হচ্ছে না।
এবিষয়ে এবিপিটিএ-র জেলা সম্পাদক শঙ্কর ঘোষ জানান, দীর্ঘ দিন ধরে দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদে কোন চেয়ারম্যান নেই। ডিআই দায়িত্বে থাকলেও চেয়ারম্যান না থাকায় নানান সমস্যায় পড়েছে প্রাথমিক শিক্ষকরা। বিশেষ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত, বদলির ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছাত্রদের পাঠ্য পুস্তক সরবরাহের ক্ষেত্রও সমস্যা হচ্ছে। এই সব সমস্যা রয়েই যাবে যদি চেয়ারম্যান নিয়োগ না করা হয়। তাই তারা সংগঠনের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষক সংসদের চেয়ারম্যান নিয়োগের দাবি তুলেছেন। তিনি আরও বলেন মুলত শাসক দলের গোষ্ঠী দ্বন্দের কারণেই চেয়ারম্যান নিয়োগ হচ্ছে না।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8Z-VzhLaSyk