গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচকের জদুপুরের সুগদেবপুর গ্রামে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। তল্লাসি চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ২টি রাইফেল সহ দুই রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেফতার করা হয় ওই বাড়ির মালিক সামাউল সেখের ছেলে বাব্বুল সেখকে। পুলিশের আনুমান নওদা জদুপুরে বোমাবাজির ঘটনায় এগুলি ব্যবহার করা হয়েছিল । শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
মালদা