মালদা

কালিয়াচকের শেরশাহি এলাকায় আম বাগানে ঘুরতে গিয়ে গুলিবিদ্ধ এক স্কুল ছাত্র

আম বাগানে ঘুরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক স্কুলছাত্র। নাম আব্দুল করিম খান। মালদা কালিয়াচক থানার শেরশাহির ঘটনা। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

জানা গিয়েছে, আব্দুল করিম স্থানীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। এদিন হঠাৎ করে ওই এলাকার বাগানে দুই দল দুষ্কৃতির গুলির লড়াই শুরু হয়। সেই সময় আব্দুল করিম বাগান দিয়ে যাওয়ার পথে দুষ্কৃতিদের ছোড়া গুলি তার পায়ে এসে লাগে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটি পরে। গ্রামবাসীরা কোন রকমে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার শাররীক অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ যায়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরেছে। তবে কারন কি তা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানা যায় নি। 

এবিষয়ে আহত স্কুলছাত্র আব্দুল করিম খান জানান, এদিন সে তার বাড়ির পাশে থাকা একটি আম বাগানে যায়। সেখানে হট্যাৎ দুষ্কৃতিরা তাকে গুলি করে। তারপর গুলি এসে তার পায়ে লেগে আহত হয় সে। কিন্তু কে বা কারা তাকে গুলি করে সে বিষয়ে কিছুই জানতে পারেনি বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/XFcho5Or-84