প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পরেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ন এলাকা। ঝড়ে উড়ে গিয়েছে কয়েকশো বাড়ির ঘরের চাল, ভেঙে পরেছে বহু গাছ, উপড়ে পরেছে বিদ্যুতের খুঁটি। গতকাল সন্ধ্যার ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পরেছে রায়গঞ্জ ব্লকের বহু এলাকা। বিপর্যস্ত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসন।
সোমবার সন্ধ্যায় আচমকা প্রবল ঝড় আর ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পরেছেন রায়গঞ্জ ব্লকের বরুয়া, কমলাবাড়ি ১, বিন্দোল গ্রামপঞ্চায়েতের কয়েকশো গ্রামের সাধারন মানুষ। বাড়িঘরের চাল উড়ে গিয়ে বহু মানুষ খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়েছেন। এলাকার ভেঙে পরেছে বহু গাছ। ক্ষতি হয়েছে আম থেকে শুরু করে জমিতে থাকা ফসল। বহু জায়গার বিদ্যুতের খুঁটি পরে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পরেছে রায়গঞ্জ ব্লকের বহু এলাকা। এলাকার জনপ্রতিনিধিরা এই সমস্ত এলাকায় ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতি দেখে প্রয়োজনীয় ত্রান ও পলিথিন দেওয়ার ব্যাবস্থা নিচ্ছেন।
এবিষয়ে সুহাগী খাতুন নামে এক বাসিন্দা বলেন, ঝড় শুরু হতেই তারা বাড়ি থেকে বেড়িয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। ঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদের দাবি সরকারি সাহায্যের।
এই বিষয়ে বলতে গিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আজিমুল রহমান বলেন, এদিনের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। তাই তারা জনপ্রতিনিধি হিসেবে সেই লিস্ট জেলা প্রশাসনের হাতে তুলে দিবেন, যাতে করে এই সমস্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ান যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে