রতুয়া

আসন্ন ঈদ উপলক্ষে রতুয়া ব্লক প্রশাসনের বৈঠক

 

আগত ঈদ উৎসবকে কেন্দ্র করে এক শান্তি বৈঠক হয়ে গেল শনিবার। রতুয়া ২ নং ব্লক প্রশাসনের উদ্যোগে এই শান্তি বৈঠকের আয়োজন করা হয় কমিউনিটি হলের সদ্ভাব প্রাঙ্গণে।

    এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রতুয়া ২ নং ব্লকের বিডিও শেখর শেরপা, যুগ্ম বিডিও কল্যাণ আশিস দাস, পুকুরিয়া থানার ওসি বাপন দাস, প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার সহ আটটি অঞ্চলের পঞ্চায়েত প্রধান ও বিভিন্ন মসজিদের ইমাম মৌলানারা। শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেই সমস্ত বিষয়ে নির্দেশিকা দেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি ইদের দিন কোন প্রান্তে যাতে করে সম্প্রীতি নষ্ট না হয় সেদিকেও সকলকে নজর রাখার বার্তা দেন প্রশাসনিক আধিকারিকরা।