উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ মহিলা পতঞ্জলি যোগ সমিতির তরফে রক্ত দান শিবির।

ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা মেটাতে এক রক্ত দান শিবির হয়ে গেলো উত্তর দিনাজপুরের  কালিয়াগঞ্জের কালীবাড়ী এলাকায় । বুধবার এই রক্তদান শিবিরের আয়োজন করে কালিয়াগঞ্জ মহিলা পতঞ্জলি যোগ সমিতি। এদিন এই রক্তদান শিবিরে ঐ এলাকার প্রায় শতাধিক মানুষ রক্তদান করে। তাছাড়াও উপস্থিত ছিলেন   পতঞ্জলি  সমিতির মহিলা সদস্যা  গোড়ীমা বেঙ্গাণি  গোপাল সাহা সন্তোষ বেঙ্গাণি  সহ আরো অনেকে।