দক্ষিনদিনাজপুর

কুশমন্ডি ধর্ষণের ঘটনার প্রতিবাদে গঙ্গারামপুরে আদিবাসীদের ৯ দফার দাবীতে ধিক্কার মিছিল

কুশমন্ডি ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ৯ দফার দাবী নিয়ে ধিক্কার মিছিল বের করল আদিবাসী নানান সংগঠন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গঙ্গারামপুরে ধিক্কার মিছিল কয়েকশো আদিবাসী এদিনের মিছিলে অংশ নেয়। এদিন মিছিলটি গঙ্গারামপুর মিশন মোড় থেকে বের হয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে মিছিলটি এসে পৌঁছায় গঙ্গারামপুর চৌমাথা মোড়ে। মিছিল শেষে গঙ্গারামপুর চৌমাথা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে সভা করবে আদিবাসীরা। 

        এদিনের মিছিল ও প্রতিবাদে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। এদিকে পথ অবরোধের জেড়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। আটকে রয়েছে বহু দূর পাল্লার বাস সহ অন্যান্য যান বাহন। সমস্যায় নিত্য যাত্রীরা।

        আদিবাসী সংগঠনের মেম্বার নৃপেন্দ্রনাথ হেমরম জানান, কুশমন্ডি ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই ধিক্কার মিছিল। এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায় সহ সমগ্র নারী জাতীর সুরক্ষার প্রতিবাদে এই মিছিলে সামিল হয়েছে কয়েকশো আদিবাসী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে