২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন। এই উপলক্ষে কবি গুরুর বিভিন্ন গান, নৃত্যের মধ্য দিয়ে পালন করা হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার পুলিশ সুপার দপ্তরের সামনেও ২৫ শে বৈশাখ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে কোচবিহার সাংস্কৃতিক মঞ্চ নামে এক বেসরকারি সংস্থা। প্রথমে কোচবিহারের শিল্পী সহ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাগরদিঘী পরিক্রমা করে কোচবিহার শহরে প্রভাত ফেরী বের করা হয়। পরে কবিগুরুর রবীন্দ্রনাথের ছবিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বেসরকারি সংস্থার সদস্য বাপী সুত্রধর সহ আরো অনেকেই।
কোচবিহার