কোচবিহার

কোচবিহারে দীলিপ ঘোষের প্রেস মিট

ভোটের দিনে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলেই পুজো দেবে বিজেপি কর্মীরা। নাম না করে তৃণমূল কংগ্রেসকে পালটা হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি কোচবিহারের বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কর্মীদের সবাইকে নিজের বুথ রক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। মোকাবিলা করতে গিয়ে সন্ত্রাস বাড়লে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এমন ভাবেই নির্বাচন কমিশন সহ শাসক দলকে হুমকি দেন বলে খবর।