দিন দিন বেড়ে চলেছে অপরাধীদের মনোবল। তা আবার প্রমান হয়ে গেল মালদা জেলায়। খুনের মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার মজমপুর এলাকায়।
খুনের মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ আধিকারিক সহ দুই কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মজমপুর-এর ঘটনা। ঘটনায় জখম হয়েছেন এসআই বিশ্বজিৎ গুহ, দুজন কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।