২৯ শে জানুয়ারী ভোরের দিকে মুর্শিদাবাদের দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে একটি সরকারী বাস পড়ে যায় নদীতে। এই দুর্ঘটনাই জলে ডুবে ৪৪ জনের প্রান যায় । প্রাথমিক তদন্তে জানা যায় বাস চালকের গাফিলতির জন্য এই দুর্ঘটনা টি ঘটে । হাতে গোনা কয় এক জনই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তাঁদের কথা মত দুর্ঘটনার সময় বাস চালক এক হাত দিয়ে মোবাইল ফোন ধরে কথা বলছিলেন এবং অপর হাতে গাড়ি চালাছিলেন তাতেই এত বড় দুর্ঘটনা। বাস চালকের অসতর্কতার খেসারত দিতে হল ৪৪ জনের প্রান দিয়ে ।
আর অসতর্কতার খেসারত দিতে যেন না হয় কোন নিরীহ লোককে তার জন্য সাধারন মানুষ ও গাড়ির ড্রাইভারদের প্রতি বিনম্র আবেদন করে গোলাপগঞ্জের ১৫০ জন যুবক সহ গ্রামবাসী। একটি সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত সংগঠন এর পক্ষ থেকে গোলাপগঞ্জ বাস স্ট্যান্ডে রবিবার সন্ধ্যা ৬ টায় প্রায় ১৫০ জন যুবক মোমবাতি মিছিলের মাধ্যমে দৌলতাবাদের বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রত্যেকে তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করেন। নাসিরুদ্দিন মিয়াঁ, যুবরাজ ত্রিবেদী, আব্দুর রহিম বক্তব্যের মাধ্যমে সাধারন মানুষ ও গাড়ির ড্রাইভারদের প্রতি বিনম্র আবেদন করে কেউ যেন গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলে।যতটা সম্ভব সকলেই যেন সতর্কতা অবলম্বন করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Kq5QPhtVup8