নাম ঘোষনার পর প্রথমবার চাঁচলে ভোট প্রচারে নামলেন তৃণমূল প্রার্ত্থী নিহার রঞ্জন ঘোষ। অনুকুল মন্দিরে পুজো দিয়ে নির্বাচনি প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী।
চাঁচল বিধানসভায় পা রাখলেন তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। প্রথমেই চাঁচলের কুমোর পাড়া এলাকায় অনুকূল মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন তিনি। কুমোর পাড়ার কুমোরদের সাথে চাকটিতে হাতে হাত লাগিয়ে একটি ঘট তৈরি করেন। সেই সঙ্গে এলাকার মানুষদের কাছে নিজের জন্য ভোট ভিক্ষা করেন।