পুরাতন মালদার নলডুবি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর অসমাপ্ত আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরি সরঞ্জাম। ঘটনায় জোর চাঞ্চল্য পুরাতন মালদার সহ জেলা প্রশাসনিক মহলে।
জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পুরাতন মালদার নলডুবি এলাকার একটি বাড়িতে হানা দেয় মালদা জেলা পুলিশের একটি টিম। মালদা জেলা পুলিশের উদ্যোগে ওই বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর অসমাপ্ত আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরি সরঞ্জাম লেদ মেশিন সহ আরও অনেক কিছু। পুলিশ সুত্রে জানা গেছে, ওই বাড়িটি একজন বিহারের বাসিন্দার। সে রাজমহলের আকরাম শেখ নামক এক ব্যক্তিকে ওই বাড়িটি ভাড়া দিয়েছিল বলে জানা যায়। আরও জানা যায়, ঐ বাড়ির শাটার বন্ধ করে সেখানে এই কার্যকলাপ হত বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা। ওই ঘর থেকে বিহারের মুঙ্গের এলাকার 9 জনকে গ্রেপ্তার করেছে বলে খবর। সেই সঙ্গে আসল পান্ডা আকরামকেও এলাকাবাসিরা পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KnoYvm1E_7U