কালিয়াচক

জালনোটের কারবারের অভিযোগে ধৃত কালিয়াচকের বাসিন্দা

 

২০১০ সালের জালনোট কারবারের অভিযোগে কালিয়াচকের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তামিলনাডুর পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম আব্দুল রাকিব। বাড়ি কালিয়াচক থানার সুকদেবপুর এলাকায়। জানা যায়, ২০১০ সালে জালনোটের এক মামলায় এই ব্যক্তিকে খুঁজছিল তামিলনাডুর সিআইডি। এরপর ওই ব্যক্তির টাওয়ার লোকেশন ধরে তামিলনাডুর সিআইডি এদিন তাকে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাকে ট্রানজিট রিমান্ডে তামিলনাডু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মালদা জেলা আদালতে পেশ করা হয়।