উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক বাইক র্যালি হয়ে গেল শুক্রবার। চাঁচল দুই নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুরের ঠগনা মোড় থেকে সাহুরগাছি পর্যন্ত এই বাইক র্যালিটি অনুষ্ঠিত হয়।
উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির প্রচারকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়। এই জনসংযোগ কর্মসূচিকে সামনে রেখে ঠগনা মোড় থেকে সাহুরগাছি রোড হয়ে একটি বাইক র্যালি পরিক্রমা করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের মেম্বার রেহেনা পারভিন, তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকরা।