রতুয়া

তৃণমূল বনাম তৃণমূলে জেরবার জোড়া ফুল

 


তৃণমূল কংগ্রেস নামের সাথে বরাবরই গোষ্ঠী কোন্দল। এবারে আরও বড় আকারে তা প্রকাশ পেলো মালদা জেলায়। মালদার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য ফজলুল হকের কলার ধরে হেনস্থা করার অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি আব্দূর রহিম বক্সির অনুগামীর বিরুদ্ধে। উত্তর মালদার  তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে রতুয়ায় হওয়া কর্মীসভার মাঝেই এমন ছবি উঠে এসেছে৷ সেদিন ঠিক কি ঘটেছিলো তা শুনে নিন খোদ তৃণমূল নেতা ফজলুল হকের মুখ থেকেই।

 

    তৃণমূল জেলা সভাপতির প্ররোচনায় তৃণমূল কর্মীদের হাতে বর্ষীয়ান তৃণমূল নেতার হেনস্থা হওয়ার অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত, এই জেলায় যা রুখতে তৃণমূল বহিরাগত প্রার্থীদের দাঁড় করালেও তা মুখ থুবড়ে পড়েছে বলে মত মালদার দাপুটে বিজেপি নেতা অম্লান ভাদুড়ির।

 

    বিজেপি নেতার তৃণমূলের প্রতি করা মন্তব্যের পাল্টা দেন তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দলে মত প্রকাশের আখ্যা দেন তিনি। তৃণমূলের প্রতি আলোকপাত না করে নিজেদের দলকে সামলাক বিজেপি, বলে কটাক্ষ করেন তৃণমূলের এই নেতা।