কালিয়াচক

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই বাইক আরোহী। সোমবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত ঘোষপাড়া এলাকার মালদা-নালাগোলা রাজ্য সড়কে ঘটে এই দুর্ঘটনা।

 

জানা যায়, বেপরোয়া ভাবে একটি মোটর বাইক উল্টো দিক থেকে আসা একজন বাইক চালককে সজোরে ধাক্কা মারে। এর ফলে দুই বাইকের দুই চালক গুরুতর আহত হয়। ঘাতক বাইকে বসা আরও দুই যুবক ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়। দুই মোটরবাইকের সংঘর্ষের আওয়াজ শুনেই এলাকাবাসীরা ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে অল্পবয়সী তিনজন যুবক প্রায় ১০০ কিলোমিটার বেগে বেপরোয়াভাবে বাইক চালিয়ে আসছিল এবং অপরদিক থেকে আসা এক বাইক চালককে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং দুই মোটর বাইকের চারজন ছিটকে পড়ে রাস্তায়। এলাকাবাসীরা তরি ঘরি করে উদ্ধার করে। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে এলাকাবাসীরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

 

এদিকে মালদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই অল্পবয়সী বাইক চালক যুবককে আটক করে। ঘাতক বাইকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।