মালদার গাজোলের বোরগাছি এলাকার একটি দোকানের সামনে থেকে উদ্ধার হল চারটি তাজা বোমা। ঘটনায় জোর আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
জানা যায় বিষয়টি প্রথমে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে তারাই খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁচেছে গাজোল থানার পুলিশ। তবে কে বা কারা বোমা গুলি রেখেছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বোমা গুলি মজুত করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।