কালিয়াচক

নবাবগঞ্জের হাটে থাকা দর্জির দোকানে ভয়াবহ আগুন

পুরাতন মালদা পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাটে একটি দর্জির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে দোকানে থাকা নতুন জামা প্যান্ট থেকে শুরু করে সেলাই মেশিন, শোকেস এবং একটি জেরক্স মেশিন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দর্জির দোকানের মালিক গিয়াস উদ্দিন শেখ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। শুক্রবার সকালে দোকান খুলতেই দেখতে পান দোকানে সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় জমায়। তবে ওই দোকান মালিকের অনুমান সম্ভবত ইলেকট্রিক-এর শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে এবং দোকানের আশপাশে বাড়িঘর না থাকায় রাত্রে কেউ বুঝতে পারেনি।