মোথাবাড়ি

নামিদামি কোম্পানির এন্ড্রোয়েড মোবাইল সহ ধৃত উত্তরপ্রদেশের ৩ পাচারকারী

গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নামিদামি কোম্পানির এন্ড্রোয়েড মোবাইল সেট সহ উত্তরপ্রদেশের ৩ পাচারকারীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ।

 

শুক্রবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ এনটিপিসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই পাচারকারীদের গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ৯৩ টি উন্নত মানের মোবাইল সেট। এই ঘটনার পর শনিবার মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম মহম্মদ সাহিদ, মহম্মদ আনিস এবং রশিদ আলী। এদের বাড়ি উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এলাকায়। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এনটিপিসি মোড় এলাকার জিরো পয়েন্টের ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই তিন পাচারকারীকে ধরবার জন্য ফাঁদ পাতে। উত্তরপ্রদেশ থেকেই ওই তিন পাচারকারী সংশ্লিষ্ট এলাকায় এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তখনই পুলিশ তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই অভিযুক্তদের কাছে থাকা একটি ব্যাগে ৯৩ টি নামিদামি কোম্পানির এন্ড্রোয়েড মোবাইল সেট উদ্ধার হয়।