মালদা

তীব্র দাবদাহে প্রান হারাল এক ভ্যানচালক

প্রচণ্ড গরমের কারণে মৃত্যু হল এক ভ্যানচালকের। মৃত ব্যক্তির নাম বিমল বিশ্বাস। বাড়ি পুরাতন মালদার রাঙামাটিয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতুন মালদার নারায়ণপুরের চাকীমোড় এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বৈকাল তিনটা নাগাদ ওই ভ্যানচালক ভ্যানের মালপত্র খালি করে একটি দোকানে যায় টিফিন করতে। দোকানে খাবার অর্ডার দেয়। কিন্তু তার শরীর ভালো না থাকায় তার ভ্যানে গিয়ে সে শুয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলেও ওই ভ্যান থেকে উঠেনি সে। দোকানদাররা লক্ষ্য করে যে় ভ্যান চালক শুয়ে রয়েছে। তারপর তারা ওই ভ্যানচালকের কাছে গিয়ে তাকে ডাকাডাকি করলে তার কোন সারা পাওয়া যায়নি। সেখানেই মৃত্যু হয় তার। মৃতের পরিবারের দাবী, প্রচন্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তার। পরে মালদা থানায় পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। 

এবিষয়ে এক স্থানীয় বাসিন্দা দুলাল প্রামাণিক জানান, এদিন ওই ভ্যানচালক মালপত্র নামিয়ে পাশের একটি চায়ের দোকানে যায় চা খেতে। সেখানে চায়ের অর্ডার করে আবার ভ্যানে গিয়ে শুয়ে পরে। পরে খোঁজ নিয়ে দেখা যায় সে মারা গিয়েছে । 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/6VKiVxbBZbE