কোচবিহার

নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় হাতের আঙ্গুল উড়ে গেল যুব তৃণমূল কর্মীর

তৃণমূল কংগ্রেসের বোমাবাজিতে হাতের আঙ্গুল উড়ে গেল এক যুব তৃণমূল কর্মীর। শনিবার গভীর রাতে কোচবিহারের দিনহাটা থানার গীতালদহের ঘটনা। পুলিস সুত্রে জানা যায়, গুরুতর জখম ওই যুব তৃণমূল কর্মীর নাম মিনাজুল হক। বাড়ি গীতালদহ গ্রামে। জানা গেছে রাতভর গীতালদহে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ বেশ কিছু দিন ধরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সঙ্গে বিবাদ চলছিল। সেই মতো এদিন তৃণমূলের সঙ্গে যুব তৃণমূল কর্মীর মধ্যে শুরু হয়ে যায় বোমাবাজির ঘটনা। যার জেড়েই ডান হাতের আঙ্গুল উড়ে যায় যুব কর্মীর বলে অভিযোগ। গুরুতর  জখম অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর রাতে তাকে রেফার করা হয় শিলিগুড়িতে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/MSHGU1KwT0A