বামনগোলা

পথ দুর্ঘটনায় মৃত এক বৃদ্ধ, চাঞ্চল্য গাজোলের ছিটকা মহল এলাকায়

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার ছিটকা মহল এলাকায়। মৃত বৃদ্ধের নাম দ্বিজেন্দ্রনাথ মন্ডল। বয়স ৬৫ বছর।

 

সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চা খেতে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে।  জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালেও বাড়ি থেকে চা খেতে গিয়েছিল এলাকার একটি চায়ের দোকানে। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি ট্রাক প্রথমে ধাক্কা মারে ভুডভুডি গাড়ি কে। ভুডভুডি গাড়ি ধাক্কা মারে ওই বৃদ্ধকে। উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন  মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ।