কোচবিহার

পথ দুর্ঘটনায় মৃত এক শিশু সহ মোট তিনজন, চাঞ্চল্য কোচবিহারের টুপামারী এলাকায়

বিয়ের নেমত্নন রক্ষা করে মারুতি গাড়ি করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা। রাস্তার ধারে থাকা এক পুকুরের জলে গিয়ে পড়ল মারুতি গাড়ি। ঘটনায় মৃত্যু হল শিশু কন্যা সহ গাড়ির চালক ও তার ভাই। কোচবিহারের কোতোয়ালি থানার টুপামারীর ঘটনা। 

          জানা যায়, শনিবার ভোর চারটা নাগাদ তুফানগঞ্জের বাকলা এলাকা থেকে মারুতি গাড়ি করে বলরামপুর হয়ে ভেটাগুড়ির দিকে ফিরছিলেন এক শিশু সমেত আরও দুই জন। ভোর রাতের অন্ধকারে কোচবিহারের কোতোয়ালি থানার টুপামারী এলাকা দিয়ে যাওয়ার সময় ওই মারুতি গাড়িটি রাস্তার পাশে থাকা পুকুরে উল্টে যায়। গাড়িটি বেশ কিছুক্ষন ডুবে থাকে পুকুরের জলে। যার জেড়ে গাড়িতে থাকা এক শিশু সমেত দুইজনের মৃত্যু হয়। পরে কোতোয়ালি থানার পুলিস এসে গাড়িটিকে উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে চালক মদ্যপ ছিলেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিস। আরও জানা যায়, মৃতরা সকলেই কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির সাহাপট্টি এলাকার বাসিন্দা।