পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাটখোলা এলাকায়। ঘটনায় এক অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
জানা গেছে, নবাবগঞ্জ হাটে দুটি মিষ্টির দোকান থেকে গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালায়। সকালে দোকানের কর্মচারীদের ঘটনাটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খোঁজ লাগিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করে এলাকাবাসী। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানায়। যদিও অভিযুক্ত যুবক থানা যাওয়ার পথে জানায়, সে চুরিতে জড়িত নয়। সে চুরির মাল উদ্ধার করে ফেরত দিতে যাওয়ায় তার কাল হয়ে দাঁড়ালো।
যদিও নবাবগঞ্জ এলাকার বাসিন্দা এবং দোকানদারদের অভিযোগ, এলাকায় এরকম হামেশায় চুরি হতে থাকে। এই চুরির জন্য মূল কারণ হচ্ছে যুবকরা সব বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করতেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে।