দোল পূর্ণিমা উপলক্ষে পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করলেন পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা।
দোল পূর্ণিমার পূণ্য লগ্নে পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে রবিবার সকালে পাকুয়াহাট কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট ডাকবাংলা রাধাগোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় ছোট ছোট শিশু থেকে শুরু করে বড়রা অংশগ্রহণ করেন। পাশাপাশি একে অপরকে রঙ লাগিয়ে বসন্ত উৎসব পালন করেন ওই সংগঠনের সদস্যরা। পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের এক সদস্য বলেন প্রতিবছর দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব পালন করা হয়। এবছর ১০ বছরে পদার্পণ করল পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চ। তার পাশাপাশি এদিন সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে।