পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী হলো এক গৃহবধূ। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের রাধুটোলা এলাকায়। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, মৃত গৃহবধূর নাম পুষ্প মন্ডল। শিবরাত্রির দিন মেলা যাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে স্বামী-স্ত্রীর। স্বামী দেবাশীষ মন্ডল স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বেধড়ক মারধর করে তাকে বাপের বাড়ি রেখে যায় বলে অভিযোগ করেন মৃতার বাবা। তারপরই গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ। তবে ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানায় তার পরিবার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অন্যদিকে এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্ত করতে মানিকচক থানায় হাজির হন মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী।