ছেলে মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে মামলা করার কথা ভেবেছিলেন বিবাহ বিচ্ছিন্না স্ত্রী। আর সেই খবর জানতে পেরেই সোমবার গভীর রাতে পুরনো শ্বশুরবাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রীর বুকে গুলি চালাল স্বামী। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার উত্তর দারিয়াপুর গ্রামের মোমিনপাড়া এলাকায়। গুলিবিদ্ধ যুবতী বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তাঁর বাবার বাড়ির তরফে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত।
জানা যায়, গুলিবিদ্ধ যুবতীর নাম আলিনা খাতুন (২৭)। প্রায় ১০ বছর আগে গ্রামেরই যুবক সাহেব আনসারির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক ছেলে, এক মেয়ে রয়েছে। জানা যাচ্ছে, বছর দেড়েক আগে অন্য এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আলিনা। এনিয়ে স্বামীর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। ঝামেলার জের গড়ায় আদালতে। শেষ পর্যন্ত মাস দুয়েক আগে দু’জনের আইনি বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে বাবার বাড়িতেই থাকতেন আলিনা। কিন্তু তাঁর ছেলেমেয়ে থাকত সাহেবের কাছে। ছেলেমেয়েকে নিজের কাছে আনতে আলিনা ফের আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন। সেকথা জানতে পেরে সোমবার রাতে সাহেব তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ।
গুলিবিদ্ধ আলিনা জানায়, ‘তখন রাত ১২টা। সবেমাত্র চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ আমাকে ঘুম থেকে তোলে সাহেব। ওর হাতে পিস্তল। আমি উঠে বসতেই ও আমার বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। চাদর ভেদ করে গুলি আমার বুকে ঢুকে যায়। খুন করতেই এসেছিল বলে দাবি করেন তিনি।’
এদিকে গুলিবিদ্ধ আলিনাকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিকেলে নিয়ে যায়। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করে দেন।