দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার

দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে নিষিদ্ধ কাফ সিরাফ ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ও পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বি.এস.এফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়ন ও হিলি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে হিলি থেকে তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 

বি.এস.এফ সূত্রে জানা গিয়েছে, হিলি হাসপাতাল মোড়ে অস্থায়ী একটি গুদাম ঘরে ফেন্সিডিল গুলি মজুত করা ছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করার। গোপন সূত্রে খবর পেয়ে তারা পুলিশের সাথে যৌথ ভাবে উদ্ধার করে এই ফেন্সিডিলগুলি। যার বর্তমান বাজার মূল্য চার লক্ষ পনেরো হাজার টাকা।