বৈষ্ণব নগর

পুলিশের গাড়ি উল্টে তিন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু

পুলিশের গাড়ি উল্টে মৃত্যু হল তিন সিভিক ভলেন্টিয়ারের। ঘটনায় গুরুতর জখম আরও ছয় জন। তাদের মধ্যে একজনকে কলকাতা রেফার করা হয়েছে। বাকিরা মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার ডাঙা এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে।

 

জানা গিয়েছে আসামী ধরে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে কালিয়াচক থানার একটি পুলিশের গাড়ি। কালিয়াচক থানার ডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতরা হল পঙ্কজ মন্ডল (৩০), ওবাইদুর শেখ (৩৫) ও ইবনাউল শেখ (৩০)। প্রত্যেকেই কালিয়াচক থানার সিভিক ভলেন্টিয়ার। জখম হয়েছে গাড়ি চালক সহ আরো ছয় জন।

 

জানা গিয়েছে এদিন গভীর রাতে আসামী ধরতে কালিয়াচক থানার তিনটি গাড়ি যায়। আসামী ধরে ফেরার পথে একটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। ডাঙা এলাকায় নিয়ন্ত্রণ হায়িয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। জখম হয় আরো ছয় জন।