আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী। শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মালদা শহরের সানিপার্ক এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুষ্কৃতীর নাম দীপঙ্কর দাস (৩০)। বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন হাট এলাকায়। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে একটি পাইপগান এবং একটি কার্তুজ। শনিবার ধৃত দুষ্কৃতীকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।