পুরাতন মালদা

প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনেই চিকিৎসককে মারধর, গাড়ি ভাঙচুর!

প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে চিকিৎসককে মারধর, গাড়ি ভাঙচুর। এমনকি তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে। আরো অভিযোগ উদ্ধার করা দূরে থাক, মন দিয়ে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত দেখা গেল পুলিশকে।

 

জানা গিয়েছে, চিকিৎসকের নাম ওয়াসিমূল হক। তাঁর স্ত্রী শেফালী খাতুন এদিন থানায় অভিযোগ দায়ের করেন। মালদার পুখুরিয়া থানার পীড়গঞ্জে বাড়ি ওই চিকিৎসকের। গত রাতে মালদা শহরে, রাজহোটেল মোড়ে ট্রাফিক পোস্টের সামনেই ঘটনা ঘটে। গাড়ি দাঁড় করাতে গিয়ে কয়েকজনের সঙ্গে বচসা হতেই এলাকার অনেকে ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপরে।