হরিশ্চন্দ্রপুর

প্রাথমিক স্কুলে অস্ত্র মজুতের চেষ্টা! ঘটনায় ধৃত এক যুবক

ভোটে সন্ত্রাসের উদ্দেশ্যে প্রাথমিক স্কুলে অস্ত্র মজুতের চেষ্টা। মালদার মোথাবাড়িতে সন্দেহভাজন দুজনের মধ্যে গ্রেফতার হল একজন। ধৃতের নাম মেঘু সেখ। বাড়ি মোথাবাড়ি থানা এলাকার বাঙিটোলায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ ও অন্যান্য অস্ত্র। মালদার মোথাবাড়ির রবিরামটোলা প্রাথমিক স্কুলের মধ্যে অস্ত্র মজুতের উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত মেঘু সেখ স্বীকার করেছে, তাঁর সঙ্গীর নাম হেজাব সেখ। তাঁর বাড়ি মোথাবাড়ি থানা এলাকারই পঞ্চানন্দপুরে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রাথমিক স্কুলের সামনে পৌঁছতেই হেজাব পালিয়ে যায়। মেঘু ধরা পড়ে। হেজাবের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁদের সঙ্গে বিহারের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। দুজনের বিরুদ্ধেই আগের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।