চাঁচল

প্রার্থী নিয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ

গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে প্রার্থী নিয়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি নেতা কর্মীরা। যা নিয়ে রিতিমত বিড়ম্বনায় পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব‌। তার মধ্যে অন্যতম জায়গা হল মালদা জেলার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর বিধানসভা।

 

হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মতিউর রহমান। তারপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন নেতা কর্মীরা। টাকা নিয়ে টিকিট পাইয়ে দেওয়ার মতো বিষ্ফোরক অভিযোগ তোলে নেতা কর্মীরা সাংসদ ও জেলা সভাপতির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে শুরু হয় কটাক্ষ। গতকাল এই নিয়ে পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে ভোট বয়কট করার ডাক দিয়েছে বিজেপি কর্মীরা‌। এমনকি প্রার্থী পদের পরিবর্তন না করলে অন্য দলে ভোট দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই বিক্ষোভের আঁচ আজও এসে পড়ে হরিশ্চন্দ্রপুরে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সাংসদের বিরুদ্ধে স্লোগান দেন, এমনকি ঘুষখোর, মুর্দাবাদ বলে কটাক্ষ করেন। এদিকে ভোট যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই এই পরিস্থিতি নিয়ে চাপে পড়েছে বিজেপি নেতৃত্ব।