হবিবপুর

বামনগোলায় তৃণমূল প্রার্থীর প্রচার অভিযান

সূর্যের উত্তাপ যতই বাড়ছে ততোই চলছে প্রচারের পারদ। বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রবিবাসরীয় ভোট প্রচার সারলেন ৪৩(তপঃ:উপ:) হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রদীপ বাক্সে।

 

এদিন সকাল নাগাদ হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলের বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে চেপে লালমাটি গ্রামের পথ ধরে হবিবপুর বিধানসভা এলাকায় প্রচার চালান। সেই সঙ্গে প্রার্থীর সমর্থনে বাইক মিছিল বের হয়। এদিন বামনগোলা অঞ্চলের ধমডাঙা, মুদিপুকুর সহ বিভিন্ন এলাকায় বাইক র‍্যালী করে ভোট প্রচার করেন হবিবপুর বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাক্সে। এদিন এই প্রচারটি বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে বামনগোলা মোড়ে গিয়ে শেষ হয়।