উজ্জ্বল চৌধুরীর অনুপ্রেরণায় বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ডাঃ অরুপ কুমার ঘোষ।
পশ্চিমবঙ্গে দিন দিন বেড়ে চলেছে বিজেপি সমর্থকের সংখ্যা। সেই সঙ্গে চলছে যোগদানের পালা। যুবক থেকে বৃদ্ধ সকলেই মজেছেন বিজেপিতে। শুধু তাই নয়। শিক্ষিত থেকে অশিক্ষিত, গরীব থেকে নাম করা চিকিৎসক একে একে সকলেই নাম লেখাচ্ছেন বিজেপি-তে। এর পেছনে অনেকেই কারণ হিসেবে মনে করছেন তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি। তাই তো সোমবার কলকাতায় বিজেপি নেতা উজ্জ্বল চৌধুরীর অনুপ্রেরণায় ও বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে এবার যোগদান করলেন মালদার রত্ন তথা কলকাতার এক বেসরকারি হার্ট গবেষনা কেন্দ্রের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ডাঃ অরুপ কুমার ঘোষ। এদিন তিনি উজ্জ্বল চৌধুরীর উপস্থিতিতে মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগদান করেন। এই চিকিৎসক একজন সনামধন্য হার্টের চিকিৎসক। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার আরাপুর এলাকায়। এই বিশিষ্ট চিকিৎসকের বিজেপিতে যোগদানের ফলে মালদা জেলায় বিজেপির আসন বাড়বে বলে মনে করছেন অনেকেই।
এদিনের এই যোগদান বিষয়ে বলতে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, দিন যত যাচ্ছে ততই বিজেপিতে সাধারণ মানুষের যোগদানের ঝোঁক বাড়ছে। সমস্ত স্তরের মানুষ আজ বিজেপির দিকে আশা করে তাকিয়ে রয়েছেন। শিক্ষিত সমাজও ধীরে ধীরে বিজেপিতে যোগদান করছেন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3ViKNeXIAWM