২০০টাকার জন্য প্রতিবেশীর ডাকে বাড়ির বিদ্যুতের তার সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ভগবানপুর পঞ্চায়েতের নিমতলা এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা, মৃত ওই যুবকের নাম মেহেরুল আলী বয়স ২১ বছর। বাড়ি চাঁচল ১ ব্লকের ভগবানপুর পঞ্চায়েতের নিমতলা এলাকায়। স্থানীয়দের থেকে জানা যায়, এদিন সন্ধ্যায় তার বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই প্রতিবেশীর ডাকে বিদ্যুতের তার সারাই করার জন্য ২০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। ওই টাকার জন্য চাপতে হয় ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের খুঁটিতে। সেই বিদ্যুতের তার সারাই করার সময় ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎপিষ্ট হয়ে ছিটকে পরেন মাটিতে। প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর দেওয়া হয় চাঁচল থানায়। চাঁচল থানায় পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।