যে রাজ্য বিরোধীদের সভা করার অনুমতি দেয় না, তার সরকারে বসে থাকার কোন অধিকার নেই- রবিবার কোচবিহার জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই তৃণমূল সরকারের প্রতি আক্রমণ শানালেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার কোচবিহারের পুন্ডিবাড়িতে এভাবেই সন্ত্রাস প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমন করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার কোচবিহার সফরে আসেন মুকুল রায়। রাজারহাট ও পুন্ডিবাড়িতে সভা করে মুকুল রায় যান ঘোকসাডাঙ্গাতে। জেলায় সভা করার অনুমতি না পেয়ে পথেই দাঁড়িয়ে কোচবিহারবাসীকে সম্ভাষণ জানান।
সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে রাজ্য বিরোধীদের সভা করার অনুমতি দেয় না, তার সরকারে বসে থাকার কোন অধিকার নেই, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর দায় তাকেই নিতে হবে।