ইংরেজ বাজার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেলের আয়ুষ ভবনে এই কর্মসূচি পালন করা হয়।

    এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। এই বিষয়ে সুদীপ্তবাবু জানান, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবছরের থিম করা হয়েছে, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা একান্ত প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা সাধারণ মানুষকে সুস্থ করার কাজে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই কাজের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। ওই ট্যাবলো সারা শহর জুড়ে প্রচার চালাবে।