বৈষ্ণব নগর

ভালোবাসার বিয়েকে মেনে না নেওয়ায় গৃহবধুকে জ্যন্ত পুড়িয়ে খুন!

ভালোবাসার বিয়েকে মেনে না নেওয়া গৃহবধুকে জ্যন্ত পুড়িয়ে খুন। গুরুত্বর আহত শিশু মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মধুঘাট এলাকায়। ঘটনায় আটক দুই।

 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সঞ্চিতা চৌধুরী(২৩)। বাপের বাড়ি যদুপুর ১ নম্বর এলাকায়। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। মেয়ের মা পুষ্প মন্ডলের অভিযোগ, ভালোবাসা করে তাদের বিয়ে হয়। এরপর থেকে মেয়ের ওপর অত্যাচার শুরু হয়। এরপর এদিন পরিকল্পনা করে শ্বশুর বাড়ির লোকেরা রান্না ঘরে রান্নার সময় আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মা ও ছেলেকে খুন করে। যদিও ছেলে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার পর দুইজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।