পুরাতন মালদার আদর্শ পল্লী এলাকা থেকে এক সপ্তম শ্রেণির ছাত্রকে অপহরণ করার অভিযোগ উঠল পার্শ্ববর্তী এলাকার এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে ঘটনায় ধৃত ওই যুবকের নাম অসীম দাস, বাড়ি পুরাতন মালদার 18 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায়।
জানা যায়, গত সোমবার আদর্শ পল্লী এলাকার চিত্ত সরকারের ছেলে কিসানু সরকার বাড়ি থেকে টিউশনি যাওয়ার পথে তাকে টিউশনে পৌঁছে দেওয়ার নাম করে অসীম দাস নামে এক যুবক সাইকেলে তুলে নেয়। কিন্তু তাকে অজ্ঞান করে পুরাতন মালদা আট মাইলের এক ফাঁকা জায়গায় পরিত্যক্ত বাড়িতে বন্ধ করে রাখে বলে অভিযোগ। ঞ্জান ফিরে ওই ছেলেটা দর্জায় ধাক্কা দেয় ও বাইরে বেড়িয়ে আসে। এরপর গোটা ঘটনাটি এলাকার পাড়া-প্রতিবেশীদের জানায়। পরে এলাকাবাসীরা ওই ছাত্রর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে বাড়ি নিয়ে যায়। এরপর ছাত্রের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে কোন এক অঞ্জ্যাত কারনে ছাত্রের বাড়ির কেউ মুখ খুলতে রাজী হয়নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/l4Ji4aCN4SU