উত্তরদিনাজপুর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতু ৩৫ বছরের গোপাল টুডুর

পথ দুর্ঘটনায় মৃতু হল এক ব্যাক্তির ঘটনায় গুরুতর আহত আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর গ্রাম সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানাযায় বছর ৩৫ এর গোপাল টুডু ও ৩৪ বছর বয়েসের গুরুদা টুডু নামের ২ই ব্যক্তি ইটাহারের শ্রীরামপুরে আত্মীয়ের  বাড়িতে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে যাওয়ার  উদ্দেশে গাড়ি ধরার জন্য রাস্তার ধারে দাড়িয়ে ছিল। সে সময় রায়গঞ্জ গামি একটি লড়ি আচমকায় তাদেরকে ধাক্কা মারে। ঘটনা স্থলেই মৃতু হয় গোপাল টুডুর। এবং গুরুদা টুডু গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা ছুটে এসে আহতকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ জেলা হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনার কারনে কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট হলেও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সাভাবিক হয়। তবে ঘাতক লড়িকে এখন ও খুজে পাওয়া যায় নি।