জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেবা প্রকল্পকাল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার সাহাপুর সেতু মোড়ে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, মালদা বিধানসভা কেন্দ্রের কনভেনার স্নেহাংশু ভট্টাচার্য, সাহাপুর এবং মুচিয়া অঞ্চলের প্রধান সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এদিন এই রক্তদান শিবিরে বিজেপি কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২-রা অক্টোবর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেবা প্রকল্পকাল নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে বিভিন্ন রকম সামাজিক কর্ম, স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিনের এই রক্তদান শিবির।