মানিকচক

মানিকচকে ধারালো অস্ত্র সহ ধৃত ৪ ডাকাত

 


ধারালো অস্ত্র সহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। শনিবার গভীর রাতে মানিকচকের নিমতলী এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে পুলিশ আটক করতে পারলেও বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন, চাঁচল থানা এলাকার বাসিন্দা মাবুদ আলী, ভুতনি থানা এলাকার বাসিন্দা গণেশ মণ্ডল। অপর দুইজন শেখর মন্ডল ও সাদেক আলি মানিকচক থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি হাসুয়া, দুটি ভোজলি, একটি লোহার রড, একটি দড়ি ও একটি বড়ো বস্তা। জানা গেছে, ১৪-১৫ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে নিমতলী এলাকায় জড়ো হয়েছিল। রাতের অন্ধকারের সুযোগে বাকিরা পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলে পুলিশ। রবিবার ধৃত ৪ জনকেই মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।