গাজোল

মানিকচকের ডোমহাট ঘাট সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ উদ্ধার

শিবরাত্রিতে নিখোঁজ হওয়া ব্যক্তি মানিকচকের ডোমহাট ঘাট সংলগ্ন এলাকা থেকে দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ, তার বাড়ি ইংলিশবাজার থানার মহদীপুর এলাকায়।

 

জানা যায়, শিবরাত্রির দিন মানিকচক ঘাটে শিবরাত্রি উপলক্ষে জল তুলতে এসেছিল সুবল ঘোষ। তারপর থেকে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এমনকি এই ব্যাপারে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। রবিবার সকালে মানিকচক ডুম হাট সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে যাওয়া ব্যক্তির মৃতদেহ দেখতে পান। দেহ উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ।