রাজ্য সরকারের তরফে পুজো অনুদানের চেক বিলি প্রক্রিয়া শুরু হল মালদা শহরে। মঙ্গলবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের ৫০ টি পুজো উদ্যোক্তাদের হাতে পুজোর চেক তুলে দেওয়া হয়।
এদিন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এদিন এই চেক বিতরণ অনুষ্ঠানে মোট ৫০ টি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকার চেক তুলে দেন উপস্থিত বিশিষ্টরা। পাশাপাশি এই চেক প্রদান অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের পুজোর সংক্রান্ত বিষয়, নিয়মাবলী ও নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়।