পুরাতন মালদা

মিশরে গবেষণা করতে গিয়ে মালদার এক ছাত্রের রহস্যজনক মৃত্যু!

মিশরে গবেষণা করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল মালদার এক ছাত্রের। মৃত ছাত্রের বাড়ি মালদার জেলার ইংরেজবাজার থানার মাদিয়া এলাকায়।

 

জানা গিয়েছে মৃত ছাত্রের নাম মোশারফ হোসেন। চার বছর আগে অ্যারাবিক নিয়ে গবেষণা করতে মিশরে যায় ওই ছাত্র। রবিবার সকালে ফোন মারফত খবর আসে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এরপরই মৃত ছাত্রের পরিবার দ্বারস্থ হয় ইংরেজবাজার থানা পুলিশের। মৃত ছাত্রের ভাগ্না মোহাম্মদ আজিজ আকীল আনসারি জানান, মৃত্যুর কারণ এখনও তাদের জানা নেই। অ্যারাবিক নিয়ে গবেষণা করতে মিশর গিয়েছিলেন সে। এদিন ফোন মারফত তারা জানতে পারেন এই খবর। এরপরই ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।