রতুয়া

ম্যাক্সির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই

 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটে পুখুরিয়া থানার পীরগঞ্জ বটতলি স্ট্যান্ডে। মৃতদেহ দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গেছে, যাত্রী বোঝাই ম্যাক্সির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বটতলি স্ট্যান্ডে। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইক আরোহী সেখ জামিদুল এবং সেখ সাজুল নামে দুই যুবক। ঘটনার পর থেকে ম্যাক্সি চালক পলাতক। জানা গেছে মৃত দুই যুবকের বাড়ি পুখুরিয়া থানার মহারাজপুর অঞ্চলের গোকুলনগর গ্রামে। পরে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। গোটা ঘটনা ক্ষতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।